১৩০ ভরি স্বর্ণ উদ্ধার হাইওয়ে পুলিশের

 

Goldঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামের হাড়িসর্দার এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৩০ ভরি স্বর্ণ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় বাসযাত্রী আশরাফুল করিম স্বপনকে আটক করা হয়। বৃহস্পতিবার  বিকাল ৫টায় স্বর্ণ উদ্ধারসহ আটকের এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও স্পেশাল অ্যাফেয়ার্স) মো. আনিসুজ্জামান এই তথ্য জানান।

মো. আনিসুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের মিয়ারবাজার হাইওয়ে ফাঁড়ির এসআই আমান উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম থানার হাড়িসর্দার এলাকায় বিভিন্ন যাত্রীবাহী বাসে তল্লাশি শুরু করে। এ সময় ফেনী থেকে ঢাকাগামী স্টার লাইন (ঢাকা মেট্রো ব-১৪-৫১১৯) পরিবহনের একটি বাসের যাত্রী আশরাফুলের কাছ থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১৩০ ভরি। তার গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়ার দক্ষিণ বল্লবপুর গ্রামে। গ্রেফতার হওয়া আশরাফুল করিমের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

/সিএ/জেইউ/এমএনএইচ/