ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যা: সাবেক স্বামী রবিন গ্রেফতার



নিহত ব্যাংক কর্মকর্তা আরিফুন্নেছা আরিফাযমুনা ব্যাংকের কর্মকর্তা আরিফুন নেছা আরিফা হত্যা মামলার একমাত্র আসামি তার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. শহীদুল্লাহ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
মো. শহীদুল্লাহ আরও জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আরিফা হত্যা মামলার আসামি ফখরুল ইসলাম রবিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ঢাকা নিয়ে আসা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৬ মার্চ সকাল ৮টা ৫০ মিনিটের দিকে সেন্ট্রাল রোডের ওয়েস্ট অ্যান্ড স্ট্রিটের ১৩ নম্বর হোল্ডিংয়ের সাহানা ভবনের নিচতলায় দক্ষিণ পাশের ফ্ল্যাটের দরজার সামনে আরিফাকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনায় ওই দিন রাতেই কলাবাগান থানায় আরিফার সাবেক স্বামী ফখরুল ইসলাম রবিনকে আসামি করে হত্যা মামলা করা হয়।
নিহত আরিফা যমুনা ব্যাংকের পল্টান শাখার একজন মার্কেটিং এক্সিকিউটিভ ছিলেন। তার বাড়ি জামালপুরে। তিনি ঢাকার কলাবাগানের সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের পাশে সাহানা ভবনের একটি ফ্ল্যাটে বসবাস করতেন।

 আরও পড়ুন: ব্যাংক কর্মকর্তা আরিফার খুনির ফাঁসি দাবি

এআরআর/ এমএনএইচ/