রাজধানীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ডাক্তার দেখিয়ে বাসায় ফেরার পথে ডেমরায় সড়ক দুর্ঘটনায় মারিয়া (৯) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার বিকেল পৌনে চারটার দিকে যাত্রাবাড়ির বাঁশেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেল সোয়া চারটায় শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় নিহত শিশু কে ধরে, খালার আহাজারি
শিশুটির খালা নিপা বেগম জানান, মারিয়া দীর্ঘদিন যাবৎ টিউমারজনিত সমস্যায় ভুগছিল। শনিবার আমি ও মারিয়ার মা সীমা বেগম মারিয়া এবং কার ছোটভাইকে নিয়ে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসি। সেখানে ডাক্তার দেখিয়ে লেগুনাযোগে ডেমরার চনপাড়ার বাসার উদ্দেশে রওয়ানা হই।
এসময় বাঁশেরপুলে পৌঁছাতেই তাদের বহনকারী লেগুনাকে আরেকটি লেগুনা সজোরে ধাক্কা দেয়। এসময় মারিয়া কোল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, বলে জানান তিনি।
মারিয়া স্থানীয় নব কিশলয় স্কুলে ৩য় শ্রেণির ছাত্রী ছিল। এক ভাই এক বোনের মধ্যে মারিয়া ছিল বড়। সে রুপগঞ্জের চনপাড়া এলাকার মাসুদ মিয়ার সন্তান।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, শিশু মারিয়ার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এআইবি /এমও/