নিয়ম মেনে ব্যাংকিং চললে জঙ্গিদের অর্থ লেনদেন কমবে: দুদক চেয়ারম্যান





বেলুন উড়িয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭’ উদ্বোধন করা হচ্ছে জঙ্গিদের অর্থ ব্যাংক ও হুন্ডির মাধ্যমে দেশে আসছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘ব্যাংকগুলো বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করলে জঙ্গি অর্থায়নসহ মানিলন্ডারিং কমবে।’রবিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘জঙ্গি আস্তানাগুলো থেকে বিভিন্ন সময় প্রচুর অর্থ উদ্ধার করা হয়েছে। সব টাকা হুন্ডির মাধ্যমে আসে না। ব্যাংকের ফাঁক-ফোকর গলে এসব টাকা জঙ্গিদের হাতে আসছে। ব্যাংকগুলোর নিয়ম-নীতি অনুসরণ করে অর্থ লেনদেন করলে জঙ্গিদের হাতে অর্থ সহজে পৌঁছতে পারবে না।’
হুন্ডির মাধ্যমে অর্থপাচার সম্পর্কে তিনি বলেন, এটা প্রতিরোধ করতে হলে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে যৌথভাবে কমিশনকে কাজ করার ক্ষেত্র সৃষ্টি করতে হবে।’
এর আগে ‘দুর্নীতি হলে শেষ- নিজে বাঁচব, বাঁচবে দেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল সাড়ে আটটায় কমিশনের প্রধান কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭ এর শুভ উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। এ সময় দুদকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
/আরজে/এমএনএইচ/