মিরপুরের সেই দুই যুবককে সিটিটিসিতে হস্তান্তর

সিটিটিসিজঙ্গি সন্দেহে কাফরুল থানায় সোপর্দ করা দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। রবিবার দুপুরে মিরপুরের ডেপুটি কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে শনিবার রাজধানীর কাফরুলের বাসিন্দা আলমগীর হোসেন তার দুই ছেলেকে স্বেচ্ছায় পুলিশের হাতে তুলে দিয়েছেন। তার ছেলে দিন ইসলাম দিনু (২৫) ও সালমান সাজেদ (২২) দুজনই জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়েছিল বলে মনে করেন তিনি।
মাসুদ আহমেদ বলেন, এই দু’জন জঙ্গিবাদের সঙ্গে যুক্ত কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য সিটিটিসি’তে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পরই বিস্তারিত জানা যাবে।
দুই যুবকের বাবার বরাত দিয়ে কাফরুল থানা পুলিশ জানায়, ছেলেদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে একটি কওমি মাদ্রাসায় ভর্তি করেছিলেন তার বাবা। কিন্তু, সম্প্রতি এই দুই ছেলের গতিবিধি বাবার চোখেই সন্দেহজনক বলে মনে হয়। পরে স্থানীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের উপস্থিতিতে ওই দুই ছেলেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাফরুল থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন: দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলো পরিবার 

/আরজে/টিএন/আপ-এমও/