বংশালে দগ্ধ শ্রমিকের মৃত্যু

 

লাশ উদ্ধাররাজধানীর বংশালে দগ্ধ মো. নাঈম (১৬) নামে এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন। লাশ মর্গে রাখা হয়েছে। ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

মো. বাচ্চু মিয়া বলেন, সোমবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গত ২৭ মার্চ বিকালে ৪৭/১ পুরাতন মালিটোলায় একটি ব্যাগ তৈরির কারখানায় গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিটের ঘটনায় তিনি দগ্ধ হয়েছিলেন। তার সঙ্গে মাহাবুব (৩২) নামে আরও একজন শ্রমিক দগ্ধ হন। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে চলে যান।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউন বলেন, ‘লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার বাবার নাম মো. আব্দুল মান্নান।’

/এআরআর/এমএনএইচ/