সুমাইয়া অপহরণের ঘটনায় ২ আসামি ৩ দিনের রিমাণ্ডে

অপহরণকারী সাবিনা আক্তার বৃষ্টি ও তার বাবা সিরাজুল ইসলামরাজধানীর কামরাঙ্গীরচর থেকে শিশু সুমাইয়াকে অপহরণের দায়ে গ্রেফতারকৃত দুই আসামি সাবিনা আক্তার বৃষ্টি ও সিরাজ মিয়া ওরফে বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিমের আদালত। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে মহানগর হাকিম প্রণব কুমার হুই এ রিমাণ্ড মঞ্জুর করেন।
সুমাইয়া অপহরণের তথ্য উদ্ঘাটনের জন্য কামরাঙ্গীর চর থানার উপ-পরিদর্শক মো. রাজিবুল ইসলাম ১০ দিনের রিমাণ্ড আবেদন করেন। বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিমের খাসকামরায় দুই আসামিকে হাজির করা হয়।
এ সময় বিচারক বৃষ্টির কাছে জানতে চান কেন সুমাইকে অপহরণ করা হয়েছিল। জবাবে সে বলে, ‘আমার সঙ্গে তাদের আগে থেকেই পরিচয় ছিল।’ এরপর আর কোনও কথা বলেনি বৃষ্টি। তখন তার কাছে বিচারক জানতে চান, সুমাইয়াকে কোনও মারধর করা হয়েছে কিনা। উত্তরে তিনি জানান, মারধর করা হয়নি। এরপর বিচারক দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
গত ২ এপ্রিল কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকা থেকে শিশু সুমাইয়া নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা জাকির হোসেন গত ২৪ এপ্রিল কামরাঙ্গীরচর থানায় একটি অপহরণ মামলা করেন। অপহরণের ২৪ দিন খোঁজাখুঁজির পর বুধবার (২৬ এপ্রিল) রাতে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে সুমাইয়াকে তার মা-বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

/এসআইটি/এসএমএ/জেএইচ/