যাত্রাবাড়ীতে র‌্যাবের ভুয়া ‘ইন্টেলিজেন্স ইনচার্জ’ গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকা থেকে র‌্যাব-৩ এর ইন্টেলিজেন্সের ইনচার্জ পরিচয়দানকারী ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মো. রাজীব শরীফ (২৪) নামের এই ব্যক্তি নিজেকে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনীর সদস্য পরিচয়ে চাঁদাবাজি করতো। গত ২২ মে তাকে দক্ষিণ যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের ভুয়া ‘ইন্টেলিজেন্স ইনচার্জ’ গ্রেফতারমঙ্গলবার র‌্যাব সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামী রাজীব নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন বাহিনীর পরিচয় দিত। সে নিজেকে কখনো সেনাবাহিনীর সদস্য, কখনও পুলিশের উপ পরিদর্শক (এসআই), কখনও র‌্যাব-৩ এর ইন্টেলিজেন্সের ইনচার্জ বলে পরিচয় দিত। এসব পরিচয়ে সে বিভিন্ন বৈধ-অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা উত্তোলন করতো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেফতারকৃত রাজীব শরীফ অপরাধ করার সময় নিজেকে র‌্যাব-৩ এর অধিনায়কের কাছের লোক ও গোপালগঞ্জে বাড়ি বলেও পরিচয় দিত। সে তার মোবাইলের ওয়ালপেপারে র‌্যাবের ছবি রাখত ও চাঁদাবাজির সময় মোবাইল বের করে র‌্যাবের ছবি দেখাতো।

/আরজে/এমও/