ইবনে সিনায় দুদক

ইবনে সিনাট্রাস্ট গঠন ও ট্রাস্টের টাকা কীভাবে এসেছে এবং অবৈধ সম্পত্তির খোঁজে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে যান দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে দুদকের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দুদকের উপ-পরিচালক শামসুল আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘অবৈধ সম্পত্তি অর্জন ও ট্রাস্টের ব্যাপারে খোঁজ নিতে আমরা ইবনে সিনায় গিয়েছি। তাদের কাছে কিছু কাগজপত্র চাওয়া হয়েছে।’
এ সময় ইবনে সিনার পক্ষে সেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ, সহকারী পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব) ওলিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা। তবে এসময় ট্রাস্টি বোর্ডের কেউ উপস্থিত ছিলেন না বলে জানান দুদকের উপ পরিচালক শামসুল আলম।
ইবনে সিনার ডিজিএম আশরাফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি শুনেছি দুদক কর্মকর্তারা ধানমন্ডির প্রধান কার্যালয়ে গিয়েছিলেন। কিন্তু কী কারণে সেটা আমার জানা নেই।’
/আরজে/এআর/ এপিএইচ/