লুৎফর রহমান বাদলের স্ত্রী সোমার বিরুদ্ধে দুদকের মামলা



দুদকজ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান বাদলের স্ত্রী সোমা আলম রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে রবিবার বাদলের বিরুদ্ধে একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করে দুদক।
দুদকের জনসংযোগ শাখার উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, সোমবার রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম বাদী হয়ে সোমা আলম রহমানের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, সোমা আলম রহমান দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে দুই কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকার সম্পদের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করেছেন। ৯২ কোটি ৮২ লাখ ৮২ হাজার ৩৭২ টাকা ৬৫ পয়সার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এর আগে সোমবার লুৎফর রহমান বাদলের বিরুদ্ধে ৫৯ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ২৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও দুই লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলা দায়ের করেন দুদক কর্মকর্তা আবদুস ছালাম।
আরজে/জেইউ/এমএনএইচ/