পচা ও বাসি খাবার সংরক্ষণের দায়ে ৫ লাখ টাকা জরিমানা

পচা, বাসি ও নষ্ট খাবার সংরক্ষণ করা করার দায়ে রাজধানীর উত্তরায় ‘মিস্টার বেকার’কে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে উত্তরা ও তুরাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

মি. বেকারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানএসময় তুরাগের মোকদম আলী রোডের ‘মিস্টার বেকার’ এর খাবার পরীক্ষা করে ভ্রাম্যমাণ আদালত। এই বেকারিতে পচা-বাসি ও নষ্ট খাবার সংরক্ষণ, মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে নতুন তারিখ সংযোজন করার প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এমনকি পণ্যে মেয়াদ উত্তীর্ণের তারিখ না ব্যবহার করার অপরাধে বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫ এর ১৯ ও ২৪ ধারা এবং খাদ্য নিরাপদ আইন ২০১৩ এর ২৯ ধারায় মিস্টার বেকার’কে পাঁচ লাখ টাকা জরিমানা করে ম্যাজিস্ট্রেট।

সারওয়ার আলম জানান, জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানে বিএসটিআই অধিদফতরের ফিল্ড অফিসার মো. খালেদ হাসান উপস্থিত ছিলেন।

/এআরআর/এমও/