‘সুনির্দিষ্ট তথ্য ছাড়া ঈদযাত্রার গাড়ি তল্লাশি নয়’

 

সায়েদাবাদ বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক সমন্বয় সভায় বক্তব্য রাখছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জমান মিয়াসুনির্দিষ্ট তথ্য ছাড়া ঈদযাত্রার গাড়ি থামিয়ে তল্লাশি না করার নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘ঈদে ঘরমুখো যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি করা যাবে না। কোনও সুনির্দিষ্ট তথ্য ছাড়া রাস্তায় থামিয়ে গাড়ি থামিয়ে তল্লাশি বা কাগজ পরীক্ষা করা যাবে না।’ শনিবার দুপুরে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ঈদের সময় লাখ-লাখ মানুষ যাতায়াত করে। পুলিশ, শ্রমিক-মালিক ও সিটি করপোরেশনের সহায়তায় কোনও রকম বিড়ম্বনা ছাড়াই এবারের ঈদেও ঘরমুখী মানুষেরা বাড়ি যাবে। ইতোমধ্যে নগরীর টার্মিনালকেন্দ্রিক ব্যাপক নিরাপত্তা  নিয়েছি।’

ঈদ জামায়াত নিয়ে বেশ কয়েকটি স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন,  ‘টিকিট কালো বাজারি নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। লঞ্চঘাট, বাস টার্মিনাল, রেল স্টেশনে টিকিট কালো বাজারি ও জনগণের নিরাপত্তার জন্য পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে।’

অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পূর্ব বিভাগ ও সায়েদাবাদ টার্মিনাল মালিক ও শ্রমিক কমিটি। সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোসলেহ আহমেদ প্রমুখ।

/আরজে/এমএনএইচ/