পানিতে ডুবে ২ কলেজছাত্রের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যুরাজধানীর ডেমরায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাদের নাম তানজিম ও মিজান। তারা ছিলেন ফার্মগেট বিজ্ঞান কলেজের ছাত্র। উভয়ের বয়স ১৭ বছর। বুধবার (১৯ জুলাই) এ ঘটনা ঘটে।
মিজানের খালু মো. কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, কয়েক বন্ধু মিলে ডেমরার সারুলিয়ায় নদীতে গোসল করতে গিয়ে তানজিম ও মিজান তলিয়ে যায়। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
এরপর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তানজিমকে বিকাল ৩টা ২০ মিনিটে ও মিজানকে বিকাল সোয়া ৪টায় মৃত ঘোষণা করেন। 


তানজিমের বাবা আব্দুল হাই। তার মা জহুরা খাতুন জুরাইন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। এক ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তাদের বাসা শনির আখড়ার জিয়া সরণি রোডের জাপানি বাজারে।
অন্যদিকে মিজানের বাবা হাবিব মিয়া। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। তাদের বাসা বামৈইল ডেমরা স্টাফ কোয়ার্টারে। 
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া। বাংলা ট্রিবিউনকে তিনি জানান, মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এআইবি/জেএইচ/