কাঙ্ক্ষিত ফল না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আত্মহত্যাএইচএসসি পরীক্ষায় কাঙ্খিত ফল না পাওয়ায় আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী। জান্নাতুল নাইমা ইতি নামের ওই পরীক্ষার্থী বাগেরহাট আবুল কালাম ডিগ্রি কলেজের কমার্সের ছাত্রী। রবিবার বিকাল সাড়ে চারটার দিকে রমনা থানার বড় মগবাজারে বোনের বাসায় আত্মহত্যার উকুন মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে সাতটায় মারা তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
ওই পরীক্ষার্থীর বোন শারমিন জানান, ঈদের আগে রাজধানীর বড় মগবাজারের ২৮৮/২ আমবাগানে বড় বোন নাসরিন আক্তারের বাসায় বেড়াতে আসেন জান্নাতুল নাঈমা ইতি। রবিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। পরীক্ষায় পাস করলেও কাঙ্ক্ষিত ফল না হওয়ায় সে বাসায় থাকা উকুন মারার ওষুধ (বিষ) খান। অসুস্থ অবস্থায় তাকে বিকাল সাড়ে চারটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ইতি রাত সাড়ে সাতটায় মারা যান বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
তার পরিবারের সদস্যরা জানান, বাগেরহাটের রামপাল থানার বাশতলি গ্রামের আব্দুল খালেকের মেয়ে ইতি।

পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, ইতির লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এসএমএ/

আরও পড়ুন
ছেলের চেয়েও ভালো ফল মায়ের