১৭ আগস্টের বোমা হামলা মামলা: ৩ জেএমবি সদস্যের কারাদণ্ড

আদালত২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে জেএমবি’র সিরিজ বোমা হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তিন জেএমবি সদস্যকে কারাদণ্ড দিয়েছেন আদালত। তাদের মধ্যে দুই জনকে ১৭ বছর ও একজনকে ৮ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার (২৪ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এ রায় ঘোষণা করেন।  রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি তাপস পাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

দণ্ডপ্রাপ্ত তিন জেএমবি সদস্যরা হলো আব্দুল আল সাত্তা ওরফে শাকিল, মো. রেজাউল করিম রেজা ও মো. তারেক ওরফে তারেক ইকবাল। শাকিল ও রেজার ১৭ বছর এবং তারেককে ৮ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। একইসঙ্গে প্রত্যেকে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি তাপস পাল বলেন, ‘২০০৫ সালের ১৭ আগস্ট তেজগাঁও থানা এলাকার ফার্মগেট পানির ফোয়ারার উত্তর-পূর্বপাশে ও মহাখালী বাস টার্মিনালের রাস্তার ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপরাধে মামলাটি দায়ের করা হয়। তেজগাঁও থানার তৎকালীন উপ-পরিদর্শক খলিলুর রহমান বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা দায়ের করেন। ২০০৭ সালের ২৩ অক্টোবর তেজগাঁও থানা পুলিশ  আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তী সময়ে ওই বছরের ২৭ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এ মামলায় রাষ্ট্রপক্ষের ৪৭ জনের মধ্যে ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়।’ 

/এসআইটি/এএইচ/এমএনএইচ/