জুরাইনে ডিবির সহকারী কমিশনার ‍গুলিবিদ্ধ


গুলিবিদ্ধ ডিবির সহকারী কমিশনা রাহুল পাটোয়ারী (ছবি: ফোকাস বাংলা)রাজধানীর জুরাইনে অস্ত্র উদ্ধার করতে গিয়ে  পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার রাহুল পাটোয়ারী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় পুলিশের সোর্স বিল্লাল হোসন ও সেলিম নামের আরও দু’জন গুলিবিদ্ধ হন।  পোস্তগোলা ফায়ার সার্ভিসের পেছনে শনিবার রাত ৮টায় এ ঘটনা ঘটে।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাহুল পাটোয়ারী

মাসুদুর রহমান বলেন, ‘ডিবি পশ্চিমের একটি টিম শ্যামপুর পোস্তগোলা ফায়ার সার্ভিসের পেছনে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালায়।এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ে ডিবির এসি রাহুল পাটোয়ারীর বাম পাঁজরে ও সোর্স বিল্লাল হোসেনের পায়ে গুলি লাগে।’

এ ঘটনায় পুলিশ পাহারায় সেলিম (৩০) নামের আরেকজনকে প্রথমে মিটফোর্ড হাসপাতালে পরে ঢামেকে ভর্তি করা হয়।
এদিকে, শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) একেএম হাবিবুল ইসলাম জানান, ‘বিল্লাল হোসেন মৃদুল গুলিবিদ্ধ হয়েছেন। তিনি রাহুল পাটোয়ারীর সোর্স বলে জানা গেছে। এছাড়া সেলিম নামের এক পথচারীও আহত হয়েছে। তিন জনকেই ঢামেকে ভর্তি করা হয়েছে।’ 

/আরজে/এনএল/এনআই/এমএনএইচ/