রিশা হত্যা মামলার বিচার চলবে শিশু আদালতে

সুরাইয়া আক্তার রিশা (ফাইল ছবি)উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার নথি শিশু আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। বুধবার আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী ফারুক আহমেদ জানান, এই মামলার অভিযোগপত্রে ৪ জন শিশু সাক্ষী ছিল। এ কারণে আসামি পক্ষ থেকে গত ৩১ জুলাই এ মামলাটি ঢাকা অষ্টম অতিরিক্ত আদালত থেকে শিশু আদালতে বদলির জন্য আবেদন করা হয়। আদালত ১০ আগস্ট শুনানি শেষে ওই আবেদন নামঞ্জুর করেন। পরে আদেশ নামঞ্জুরের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি পরিবর্তনের জন্য ফের আবেদন করা হয়। গতকাল ২২ আগস্ট মঙ্গলবার শুনানি শেষে ঢাকার শিশু আদালতে মামলাটি বদলির নির্দেশ দেন।
তিনি আরও বলেন, ‘মামলাটি যেহেতু শিশু আদালতে বিচারের আদেশ দিয়েছেন আদালত, সেকারণে মামলাটির বিচার নতুন করে শুরু হবে। এই মামলার ২৬ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য শেষ হয়েছে।’
উল্লেখ্য, গত বছরের ২৪ সেপ্টেম্বর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের ফুটওভার ব্রিজের ওপর রিশাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওবায়দুল। রিশাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চার দিন চিকিৎসাধীন থাকার পর ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে মারা যায় রিশা। এরপর মা তানিয়া হোসেন বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করলে নীলফামারীর ডোমার এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ওবায়দুলকে ১ সেপ্টেম্বর গ্রেফতার করে।