পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় চার বিএনপি নেতার আগাম জামিন

হাইকোর্টপুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির চার নেতাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৮ অক্টোবর) বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন।

জামিন পাওয়া বিএনপির চার নেতা হলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল ও  ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু। 

আদালতে বিএনপি নেতাদের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওন।

আইনজীবী সগীর হোসেন লিওন জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গত ১০ অক্টোবর পল্টনের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা হয়। এসময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এই ঘটনার সূত্র ধরে পল্টন থানায় তিনটি এবং মতিঝিল থানায় একটি মামলা হয়। মামলায় বিএনপির এ চার নেতাসহ ১২ জনকে আসামি করা হয়। মামলায় আগাম জামিন আবেদন করা হলে চার নেতাকে আদালত আট সপ্তাহ বা পুলিশের প্রতিবেদন না দেওয়া পর্যন্ত আগাম জামিন দিয়েছেন বলে জানান এ আইনজীবী।

আরও পড়ুন- চার পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরছেন খালেদা জিয়া