দুদকের কাছে সময় চেয়েছেন আপন জুয়েলার্সের মালিক

আপন জুয়েলার্সের মালিক তিন ভাইদুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে তিন মাসের সময় চেয়েছেন আপন জুয়েলার্সের মালিক ও তার দুই ভাই। বুধবার (১৮ অক্টোবর) জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে দুদক কার্যালয়ে ডাকা হয়। কিন্তু তারা উপস্থিত না হয়ে তিন মাস সময় বৃদ্ধির আবেদন করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার জানিয়েছেন, গত ১৬ অক্টোবর এক নোটিশের মাধ্যমে বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম ও তার দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে। কিন্তু তারা তিন মাসের সময় চেয়ে আবেদন করেছেন।
এদিকে দুদকের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, তিন ভাই চিঠিতে উল্লেখ করেছেন— কিছু কাগজ হাতে না থাকায় দুদকে আসতে তাদের সময় প্রয়োজন। কিন্তু তাদেরকে এক সপ্তাহের মতো সময় দেওয়া হতে পারে।
গত মার্চে রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই তরুণীকে ধর্ষণ করে সেলিম আহমেদের ছেলে সাফাত আহমেদ ও তার সহযোগীরা। এ ঘটনায় ব্যাপক তোলপাড়ের মধ্যে আপন জুয়েলার্সের ব্যবসা নিয়েও নানা খবর প্রকাশিত হয়।

এরপর মে ও জুনে প্রতিষ্ঠানটির পাঁচটি শোরুমে অভিযান চালিয়ে আপন জুয়েলার্সের পাঁচটি শোরুম থেকে প্রায় ১৫ মণ স্বর্ণ ও হীরার অলঙ্কার জব্দ করে শুল্ক গোয়েন্দা। পরে এগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়।