ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা

রাজউকের অভিযানভবনের মূল নকশার ব্যত্যয় ঘটিয়ে কার পার্কিংয়ের জায়গা স্টোর রুম ও অন্যান্য কাজে ব্যবহারের দায়ে ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজউকের অঞ্চল-৫-এর (ধানমণ্ডি , লালবাগ) পরিচালক শাহ আলম চৌধুরী ও অথোরাইজড অফিসার আশীষ কুমার সাহা। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন রাজউকের সহকারী পরিচালক (জনসযোগ ও প্রটোকল) মো. আতিকুর রহমান।

রাজউকের আওতাধীন গ্রিন রোড আবাসিক এলাকায় যেসব প্লট, ভবন, ফ্ল্যাটে অননুমোদিত কিংবা অবৈধভাবে গেস্ট হাউস, রেস্তোরাঁ, হোটেল, বারসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হচ্ছে সেইসব ভবন ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে গ্রিন রোডের ৪ নম্বর সড়কের ১ নম্বর হোল্ডিংয়ের ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতাল থেকে স্টোর রুমসহ অন্যান্য অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এক মাসের সময় বেঁধে দেওয়া হয়।

এছাড়া ৫ নম্বর সড়কের ১১ নম্বর হোল্ডিংয়ের সুবাস্তু ইত্তেহাদ স্কয়ার ভবনের প্রথম ও দ্বিতীয় বেজমেন্টে (ভূ-তল) নকশা বহির্ভূত অফিস কক্ষ, টয়লেট ও অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

একইসঙ্গে ৬ নম্বর সড়কের ২/বি হোল্ডিংয়ের নিচতলার ভবনের নকশা পরিবর্তন করে অফিস স্পেসের জায়গায় অবৈধভাবে পরিচালিত পাঁচটি দোকান ভেঙে দেওয়া হয়েছে।