অপহরণের দুই বছর পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

অপহরণকারী মাহিন (ছবি: সংগৃহীত)অপহরণের দুই বছর পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার ও অপহরণকারী মো. মাহিনকে আটক করা হয়। তাদেরকে পাওয়া গেছে রাজধানীর মধ্য বাড্ডা এলাকার হেলেন সেন্টারের সামনে।
ঢাকা মহানগর পিবিআই’র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার বশির আহমেদ জানান, ওই মেয়েটি রংপুরের একটি স্কুলে দশম শ্রেণিতে পড়তো। মাহিন তাকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো।
২০১৫ সালের ২ সেপ্টেম্বর সন্ধ্যায় বাসা থেকে বের হয় ১৪ বছরের ওই কিশোরী। সহযোগীদের নিয়ে রংপুরের কোতোয়ালি থানার শালবন মিস্ত্রিপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করে মাহিন। পরে অপহৃত মেয়ের মা বাদী হয়ে রংপুরের কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরে এ মামলায় মাহিনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারিসহ ক্রোকি ও হুলিয়া পরোয়ানা ইস্যু করা হয়। এরপর গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন করতে নির্দেশনা দেওয়া হয় পিবিআইকে।
দায়িত্ব পাওয়ার পর পিবিআই’র তদন্ত টিম অপহৃত ও অপহরণকারীর মোবাইল ফোনের কললিস্ট সংগ্রহ করে। এরপর পিপিআই’র ইন্সপেক্টর মনিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম মোবাইল ফোনের সূত্র ধরে শুক্রবার অপহৃতকে উদ্ধার ও অপহরণকারী মাহিনকে আটক করে। পরে মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।