রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই জন ঢামেকে ভর্তি

অজ্ঞান পার্টিরাজধানীর রামপুরার আফতাব নগর ও সায়দাবাদ এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই জন ব্যক্তি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছে। তারা হলেন সিএনজি চালক আলী হোসেন (৪০) ও তেল ব্যবসায়ী মোখলেছুর রহমান (৫০)। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

সিএনজি চালকের চাচাতো বোন কাজল আক্তার জানান,আলী পেশায় একজন সিএনজি চালক। মঙ্গলবার সকালে সে বাসা থেকে বের হয়। দুপুরে এক ব্যাক্তির মাধ্যমে মোবাইলে তিনি সংবাদ পান তার ভাই আলী হোসেন রামপুরার আফতাব নগরের আইডিয়াল স্কুলের সামনে অচেতন অবস্থায় পরে আছে। পরে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। অজ্ঞান পার্টিরা সিএনজিটি নিয়ে গেছে।
অপর দিকে,সায়দাবাদ এলাকায় তুরাগ পরিবহন থেকে অচেতন অবস্থায় মোখলেছুরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আরেক বাস যাত্রী গিয়াস উদ্দিন।তিনি জানান, মোখলেছ বাসে অচেতন হয়ে পড়েছিল, তাই তিনি অন্যান্য যাত্রীদের সহযোগিতায় উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। ন্যাশনাল আইডি থেকে নাম পরিচয় পাওয়া যায়। মোখলেসের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মহিচাইল হাজীবাড়ীতে। তিনি পেশায় তেল ব্যাবসায়ী বলে জানা গেছে।