ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা



ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া (ছবি: সংগৃহীত)সাক্ষ্যগ্রহণের দিনে আদলতে হাজির না হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২২জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন।
আদালত সূত্রে জানায়, সোমবার মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য ছিল। এ দিন মামলার চার সাক্ষী দুর্নীতি দমশ কমিশনের (দুদক) পরিচালক অবসরপ্রাপ্ত আবু তোরাব, দুদক পরিচালক শিরীন পারভীন, উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী, অবসরপ্রাপ্ত দুদক কর্মকর্তা সৈয়দ লিয়াকত হোসেন সাক্ষ্য দেন। কিন্তু এ দিন রফিকুল ইসলাম মিয়া অসুস্থতার কারণে আদালতে হাজির হতে না পারায় আদালত এই আদেশ দেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৫ জানুয়ারি দুদক কর্মকর্তা সৈয়দ লিয়াকত হোসেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে উত্তরা থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে ৩০ নভেম্বর এই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।