আজই পাওয়া যাবে খালেদার মামলার রায়ের সার্টিফাইড কপি

খালেদা জিয়াজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়ের সার্টিফাইড (নকল) কপি আজ বুধবার হাতে পাবেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের সার্টিফাইড কপি দুপুরের পর (বিকাল) আমরা হাতে পাবো। এই কপিগুলো ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত থেকে আমাদের দেওয়া হবে।’

খালেদার আরেক আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, ‘আদালত থেকে রায়ের কপি মঙ্গলবার দেওয়ার কথা ছিল। তবে গতকাল আমরা তা পাইনি। আজ দুপুরের পর যদি হাতে পাই তাহলে আগামীকাল বৃহস্পতিবার উচ্চ আদালতে জামিনের আবেদন করবো।’

এর আগে ১২ ফেব্রুয়ারি মামলার রায়ের সার্টিফাইড কপির জন্য ৩ হাজার কপি ফলিও আদালতে দাখিল করেন সানাউল্লাহ মিয়া।

প্রসঙ্গত, ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। মামলার বাকি আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।