অবৈধ পানির ব্যবসা: ৫ প্রতিষ্ঠানের আড়াই লাখ টাকা জরিমানা, সাত জনের কারাদণ্ড

অবৈধভাবে পানির ব্যবসা পরিচালনা করায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এর সঙ্গে জড়িত ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও দুই হাজার পানির জার ধ্বংস করা হয়েছে।

অবৈধ পানির জার ধ্বংসবৃহস্পতিবার দিনভর বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) হেড কোয়ার্টারের যৌথ উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ অর্থ জরিমানা ও সাজা দেয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

অভিযানে যাত্রাবাড়ীর ধলপুরের সেইফ ড্রিংকিং ওয়াটার, দক্ষিণ যাত্রাবাড়ী ইউনিক ড্রিংকিং ওয়াটার, সায়েদাবাদ রেল গেটের বিক্রমপুর ড্রিংকিং ওয়াটার, দক্ষিণ যাত্রাবাড়ীর আল হুমাইন ড্রিংকিং ওয়াটার ও একই এলাকার কাজলা রোডের রিদম ড্রিংকিং ওয়াটারকে বিএসটিআই এর অনুমোদন না থাকায় ও অপরিশোধিত পানির ব্যবসা করায় প্রতিষ্ঠানগুলোর ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এর সঙ্গে জড়িত ৭ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ২টি কারখানা। এ সময় আরও দুই হাজার পানি ভর্তি জার ধ্বংস করা হয়।

বিএসটিআই এর পরিচালক (সিএম) প্রকৌশলী এসএম ইসহাক আলী বলেন, ‘আইন ভেঙে অবৈধভাবে ব্যবসা করায় প্রতিষ্ঠাগুলোর জরিমানা করা হয়েছে। পাশাপাশি এর সঙ্গে জড়িত ৭ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বিএসটিআই এর এরূপ অভিযান আরও জোরদার করা হবে।’