ফরহাদ মজহারের রিভিশন শুনানি ৩০ এপ্রিল



ফরহাদ মজহার (ফাইল ছবি)কবি ও কলামিস্ট ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তারের বিরুদ্ধে পুলিশের দায়ের করা প্রসিকিউশন মামলার রিভিশন বিষয়ে শুনানি আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। এদিন ঢাকার ১০নং বিশেষ জজ আদালতে এই রিভিশন শুনানি হবে। বৃহস্পতিবার (২২ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।
এর আগে, গত ৮ জানুয়ারি ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আক্তার ঢাকা মহানগর হাকিম আদালত নামঞ্জুর আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করেন।
গত ৩১ অক্টোবর ফরহাদ মজহারকে অপহরণ করে চাঁদা দাবি করার অভিযোগে যে মামলা দায়ের করা হয়েছিল, সেটিতে অভিযোগের বিষয়ে সত্যতা প্রমাণিত না হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মাহাবুবুল ইসলাম।
উল্লেখ্য, গত ৩ জুলাই ভোরে রাজধানীর শ্যামলীর রিং রোডের ১ নম্বর হোল্ডিংয়ের ‘হক গার্ডেন’ থেকে বেরিয়ে ফরহাদ মজহার অপহৃত হন জানিয়ে তার স্ত্রী ফরিদা আখতার আদাবর থানায় একটি জিডি করেন। পরে জিডি থেকে একটি অপহরণ মামলা করা হয়। ওই রাতেই যশোরে ঢাকাগামী একটি বাস থেকে তাকে উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে আদালতে দেওয়া জবানবন্দিতে ফরহাদ মজহার জানান, তিনি অপহৃত হয়েছিলেন।