হলি আর্টিজানে হামলা: নব্য জেএমবির সদস্য সাগর সাত দিনের রিমান্ডে

 

হলি আর্টিজান (ফাইল ছবি)রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মামলায় নব্য জেএমবির সদস্য হাদিসুর রহমান সাগরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২মার্চ) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক রায়হানুল ইসলামের এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের জন্য আসামি হাদিসুর রহমান সাগরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

এরআগে বুধবার( ২১ মার্চ)  শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় অভিযান চালিয়ে হাদিসুর রহমান সাগরসহ দু’জনকে গ্রেফতার করে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারের পরপরই তাদের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, সিটিটিসি সূত্রে জানা যায়, হাদিসুর রহমান সাগর গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন পলাতক আসামি। সে ওই হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করেছিল বলে পুলিশ তাদের অনুসন্ধানে জানা গেছে। 

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশান এলাকায় হলি আর্টিজান রেস্তোরাঁয়  সন্ত্রাসীরা  হামলা কয়েকজনকে জিম্মি করে রাখে। এ সময় অভিযান চালাতে গিয়ে জঙ্গিদের গ্রেনেড হামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন খান নিহত হন। ওই রাতে বিভিন্ন সময় তিন বাংলাদেশিসহ ২০ জন  ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে জঙ্গিরা।

ওই ঘটনায় ওই বছরের ২ জুলাই  সকালে যৌথ বাহিনী কমান্ডো অভিযান চালায়। এতে ছয় হামলাকারী নিহত হয়। জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে।পরে, ৪ জুলাই নিহত ৫ জঙ্গিসহ অজ্ঞাতদের আসামি করে গুলশান থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।