দুদকে হাজির হতে সময় চেয়েছেন এ কে আজাদ

এ কে আজাদ (ছবি- সংগৃহীত)অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদকে আজ মঙ্গলবার (৩ এপ্রিল) তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে উপস্থিত না হয়ে হাজিরার জন্য চিঠির মাধ্যমে সময়ের আবেদন করেছেন তিনি। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদকে গত ২১ মার্চ দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর সই করা এক চিঠিতে আজ মঙ্গলবার দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল।
প্রসঙ্গত, গত ২০ মার্চ অনুমোদিত নকশা ছাড়া নির্মাণের অভিযোগে এ কে আজাদের গুলশানের বাড়ির সামনের কিছু অংশ ভেঙে ফেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজউক পরিচালক অলিউর রহমানের নেতৃত্বে গুলশানের ৮৬ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এই অভিযান চালানো হয়। হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ দৈনিক সমকাল এবং সেরকারি টিভি চ্যানেল ২৪-এর মালিক।