তিন বছর পর অনিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

 

গ্রেফতারপ্রায় তিন বছর পর উত্তরার কিশোর অনিক হত্যার প্রধান আসামি মারুফ হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ। রবিবার দিবাগত রাত ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এই তথ্য জানান।

ডিবির যুগ্ম কমিশনার আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে মারুফ হোসেন ঘটনার সময়ে নিজ হাতে ধারালো ‘সুইচ গিয়ার’ ছুরি দিয়ে অনিককে হত্যার কথা স্বীকার করেছে।’

উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ মে বিকাল ৪টায় উত্তরার ৭নং সেক্টরের ২৫নং রোডের বখাটেদের পাওয়ার গ্রুপের সদস্য সজিব ও আকাশের নেতৃত্বে ৯নং সেক্টরের কিশোর অপুকে মারধরের সূত্র ধরে বিকাল সাড়ে পাঁচটার দিকে ৭নং সেক্টরের জেরিন রোডে গ্রেফতারকৃত মারুফ তার সহযোগীদের নিয়ে অনিককে ধারালো ‘সুইচ গিয়ার’ ছুরি দিয়ে হত্যা করে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।