কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের হয়রানি না করতে লিগ্যাল নোটিশ





লিগ্যাল নোটিশসরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি না করতে সংশ্লিষ্টদের একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ঢাবির ১৯ হলের প্রভোস্টকে আলাদাভাবে এই নোটিশটি পাঠানো হয়।
মঙ্গলবার ঢাবির ‘টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি’ বিভাগের ছাত্র জালাল আহমেদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী সগীর হোসেন লিওন রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, যে সব শিক্ষার্থী কোটা সংস্কার দাবিতে আন্দোলন করেছেন, তাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাসে, হলরুমে বা অন্য কোথাও হয়রানি করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলের বৈধ শিক্ষার্থীদের হলের সিট নিশ্চিত করতে হবে।
নোটিশে আরও বলা হয়, হাজী মোহাম্মদ মহসিন হলের ৩৫১ নং রুমসহ সব জায়গায় অবৈধভাবে অবস্থানরতদের বের করে দিতে হবে। হলের প্রভোস্টের অনুমতি নিয়ে অতিথি রাখতে হবে। এছাড়া হলে অবস্থান করে যে সব ছাত্রলীগ নেতাকর্মী সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, অনতিবিলম্বে তাদের বিচারের মুখোমুখি করতে হবে।
পরে এ বিষয়ে আইনজীবী সগীর হোসেন লিওন সাংবাদিকদের বলেন, ‘কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি না করতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আগামী ৭ দিনের মধ্যে নোটিশের জবাব না পেলে হাইকোর্টে রিট দায়ের করা হবে।