জাবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দোকানি কারাগারে

যৌন হয়রানি (প্রতীকী ছবি)রাজধানীর শ্যামলীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শাওন (২৫) নামে এক দোকানিকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২ মে) ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। শেরে বাংলা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) তাহেরা ভানু এসব তথ্য জানিয়েছেন।
জানা গেছে, একদিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে আসামি শাওনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার (উপ-পরিদর্শক) মো. নুরুল ইসলাম। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন তিনি।
এদিকে আসামি পক্ষে আইনজীবী ইদ্রিস আলী জামিন শুনানি করেন। কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৩০ এপ্রিল দুপুরে ঢাকা মহানগর হাকিম আসামি শাওনকে একদিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন।
গত ২৯ এপ্রিল মা ও ভাইয়ের সঙ্গে শ্যামলীর ২ নম্বর সড়কে গিয়েছিলেন ওই ছাত্রী। অভিযোগ রয়েছে, সেখানে তাকে যৌন হয়রানি করেন ফুটপাতের দোকানদার শাওন। প্রতিবাদ জানালে শাওন ওই ছাত্রীকে ধাক্কা দেন। এরপর তার শার্টের কলার চেপে ধরেন জাবি ছাত্রী। তখন তাকে ছাড়াতে বিবাদে জড়িয়ে পড়েন পানদোকানি সুমি। এ সময় ভুক্তভোগী ছাত্রীর পোশাক ছিড়ে ফেলেন সুমি।

ওই ঘটনায় পরে শেরেবাংলা থানায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (২০০০ সংশোধন ২০০৩) মামলা দায়ের করেন জাবি’র ওই ছাত্রী।