আমদানি করা পণ্যের মেয়াদ জালিয়াতির দায়ে দুই জনকে কারাদণ্ড

 

র‌্যাবের জব্দ করা আমদানি পণ্যআমদানি করা পণ্যের মেয়াদোত্তীর্ণ সিল পরিবর্তন করে মেয়াদ বাড়িয়ে প্রতারণার দায়ে রাজধানীর বেগমবাজারে দুই জনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।তারা হলেন বেগমবাজারের দিদার অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী  খালেদ মাহমুদ ও আবু সাঈদ রাজ। বুধবার (১৬ মে) রাত ১০টা থেকে বৃহস্পতিবার (১৭ মে) ভোর ৪টা পর্যন্ত বেগমবাজারের দিদার অ্যান্ড ব্রাদার্সে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময়  বিভিন্ন ব্র্যান্ডের ২৪ হাজার কোমল পানীয়ের ক্যান জব্দ করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘এই প্রতিষ্ঠানের মালিকরা মাত্রাতিরিক্ত মুনাফার লোভে আমদানি পণ্যের মেয়াদ বাড়িয়ে ২ বছর ১০ মাসের সিল বসিয়ে সেগুলো বাজারজাত করছিলেন। অভিযানে গিয়ে আমরা দেখেছি, মালয়েশিয়া থেকে আমদানি করা  কোমল পানীয়—রেডবুল, মিরিন্ডা, এটলাসের মেয়াদোত্তীর্ণ হয়েছে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে। কিন্তু এই প্রতিষ্ঠানে এসব পণ্যের তারিখ পরিবর্তন করে উৎপাদনের তারিখ করা হয়েছে ২০১৭ সালের জুলাই মাস এবং মেয়াদোত্তীর্ণের তারিখ করেছে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত।’

এমন অপরাধের দায়ে ওই প্রতিষ্ঠানের দুই মালিককে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি।