ভিকারুননিসায় অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি কেন, জানতে চায় মন্ত্রণালয়

ভিকারুননিসা নূন স্কুলনীতিমালা অমান্য করে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি কেন করা হয়েছে, তা জানতে চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (২৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে আগামী ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. কামরুল হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়, মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ‘শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০১৭’ অনুযায়ী ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে এন্ট্রি শ্রেণিতে আসন শূন্য থাকাসাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হয়। কিন্তু ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে ২০১৮ শিক্ষাবর্ষে নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।
এর পরিপ্রেক্ষিতে কেন অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা হলো, তার জবাব আগামী ১৫ দিনের মধ্যে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।