‘জামিন আদেশের বিরুদ্ধে আপিলে যাবো’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকুমিল্লার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া ছয় মাসের জামিন আদেশের বিরুদ্ধে আপিল (আপিল বিভাগের চেম্বার আদালতে) করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আজ সোমবার (২৮ মে) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘গাড়ি পোড়ানো ও মানুষ হত্যার অভিযোগে ২০১৫ সালে কুমিল্লায় যে দুটি মামলা হয়েছিল সেই মামলাতে হাইকোর্ট তাকে ছয় মাসের জামিন দিয়েছেন। নড়াইলের মামলাটি আসামিপক্ষ নট প্রেসড (খারিজ) করে প্রত্যাহার করে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘যে দুটি মামলায় জামিন দিয়েছে, সে বিষয়ে আমাদের (রাষ্ট্রপক্ষের) বক্তব্য হলো, যে কোনও আসামি জামিনের বিষয়ে নিম্ন আদালতগুলোয় জামিনের প্রচেষ্টা করে, তারপর হাইকোর্টে আসতে হবে। এই দুটি মামলাতে যেহেতু তার প্রার্থনা বিচারাধীন সেহেতু নিম্ন আদালতে বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় হাইকোর্ট থেকে জামিন দেওয়া ঠিক হবে না।’

মাহবুবে আলম আরও বলেন, ‘যাই হোক, আদালত জামিন দিয়েছেন। আমি আজকে এই আদেশের বিরুদ্ধে আপিলে যাওয়ার চেষ্টা চালাচ্ছি। পিটিশন রেডি হয়ে গেছে। অন্যান্য ফরমালিটিজ শেষ হলে আজকেই এটা চেম্বারে (আপিল বিভাগের চেম্বার আদালত) মুভ (শুনানি) করবো।’

এর আগে সকালে কুমিল্লার নাশকতার দুই মামলায় ৬ মাসের জামিন পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর নড়াইলের মানহানি মামলার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।

আরও পড়ুন:

কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়ার জামিন, নড়াইলের আবেদন খারিজ