ডিআইজি মিজান ও তার স্ত্রীর সম্পদ বিবরণী তলব দুদকে



ডিআইজি মিজানুর রহমান (ফাইল ফটো)ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিআইজি মিজানুর রহমান ও তার স্ত্রী সোহেলীয়া আনার রত্নার সম্পদ বিবরণী তলব করে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদক কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে তাদের সম্পদ বিবরণী তলব করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ৯ জুলাই ডিআইজি মিজান ও তার স্ত্রী সম্পদ বিবরণী তলবের সিদ্ধান্ত নেয় দুদক। সিদ্ধান্তের দুদিন পরই এ চিঠি পাঠানো হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে ডিআইজি মিজান ও তার স্ত্রীর নামে প্রায় কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে। তবে ট্যাক্স ফাইলের বাইরে নিজের কোনও সম্পদ নেই বলে ৩ মে সাংবাদিকদের কাছে দাবি করেছেন মিজানুর রহমান। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদ সম্পর্কে তিনি বলেন, ‘আমার সম্পদের ব্যাপারে দুদকের কর্মকর্তারা দীর্ঘসময় কথা বলেছেন। ট্যাক্স ফাইলের বাইরে আমার আর কোনও সম্পদ নেই।’