কোটা সংস্কার আন্দোলনকারী তারিকুল একদিনের রিমান্ডে

কোটা সংস্কার আন্দোলনকোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় তারিকুল ইসলাম তারেক (২২) নামের ছাত্রের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ জুলাই) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ আদেশ দেন।

১০ জুলাই তারিকুলের রিমান্ড শুনানির দিন ধার্য ছিল। সেই দিন তারিকুল ইসলাম আদালতের অনুমতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন জানিয়ে রিমান্ড শুনানি পেছানোর আবেদন করলে নতুন দিন ধার্য করেন।

প্রসঙ্গত,গত ৮ এপ্রিল রাতে সহস্রাধিক বিক্ষোভকারী ভিসির বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে এবং দেয়াল টপকে ভিসির বাসায় ঢুকে পড়ে। রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ দিয়ে ভাঙচুর করে। পাশাপাশি পুলিশের কর্তব্য কাজে বাঁধা দেয়। রাস্তায় জনসংযোগ করে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের নামে উসকানিমূলক বিবৃতিতে দিয়ে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি সাধন করে। ওই ঘটনায় শাহবাগ থানায় (উপ-পরিদর্শক) রবিউল ইসলাম বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

গত ৩ জুলাই ফারুকসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ওই দিনই আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।