জুলহাজ ও তনয় হত্যা: এবিটির শুরা সদস্য রিমান্ডে

জুলহাজ ও তনয়রাজধানীর কলাবাগানে সমকামীদের অধিকার বিষয়ক সাময়িকী ‘রূপবান’-এর সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় হত্যা মামলায় গ্রেফতার আনসার আল ইসলামের (এবিটি) শুরা সদস্য শেখ আব্দুল্লাহ ওরফে জুবায়েরকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সুষ্ঠু অনুসন্ধানের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে বুধবার তাকে আদালতে হাজির করেন। পরে শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পূর্বগেট এলাকায় ঢাকার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে ইউএসএইড কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় মামলা দায়ের করেন।