বৃষ্টি হত্যা মামলায় দুলাভাই সুমন রিমান্ডে

সুমনরাজধানী মগবাজারে আবাসিক হোটেলে শ্যালিকা বৃষ্টিকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দুলাভাই সুমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ জুলাই) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

এর আগে বুধবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার (উপপরিদর্শক) মো. মিজানুর রহমান আসামি সুমনকে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন।

মঙ্গলবার (১৭ জুলাই) রাতে মিরপুরের পাইকপাড়া থেকে সুমনকে গ্রেফতার করা হয়।

উল্লেখ, মঙ্গলবার সকাল ৮টার দিকে বৃষ্টি ও সুমন নিজেদের পরিচয় লুকিয়ে প্রিয়া ও রিয়াজ নামে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে মগবাজারের হোটেল বৈকালীতে ওঠেন। পরে রিয়াজ নাশতা আনার কথা বলে বের হয়ে ঘণ্টা খানেক পর আসেন। এর কিছুক্ষণ পর রিয়াজ হোটেলের লোকজনকে বলেন, প্রিয়া গলায় ফাঁস দিয়েছে। হোটেলের লোকজন এলে রিয়াজ নিজেই ঝুলন্ত অবস্থায় প্রিয়াকে ওপর থেকে নামিয়ে মাথায় পানি দিতে থাকেন। একপর্যায়ে রিয়াজ সেখান থেকে পালিয়ে যান। ওই ঘটনায় বৃষ্টির বাবা আনোয়ার হোসেন রমনা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।