রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গাড়ি চোরচক্রের ১২ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩১ জুলাই) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতদের কাছ থেকে ১২টি চোরাই মোটরসাইকেল ও একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।