ডিএনসিসি'র উপনির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশ বাড়লো আরও ছয়মাস



সুপ্রিম কোর্টঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনের ওপর স্থগিতাদেশের মেয়াদ আরও ছয়মাস বাড়ানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (১২ আগস্ট) এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। সঙ্গে ছিলেন রিটকারী আইনজীবী আহসান হাবিব ভূঁইয়া। তবে এ মামলায় অন্য কোনও পক্ষের আইনজীবী এসময় উপস্থিত ছিলেন না।
পরে আহসান হাবিব ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এর আগে এক রিটের শুনানি নিয়ে ডিএনসিসির উপনির্বাচন তিন মাসের জন্য স্থগিত রাখার পাশাপাশি রুল জারি করেছিলেন হাইকোর্ট। আজ আমরা রিটকারীর পক্ষে সে রুলের শুনানি শেষ করেছি। তবে এ মামলার সরকার পক্ষসহ সংশ্লিষ্ট পক্ষের কোনও আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। এছাড়া আমরা এই উপনির্বাচন আরও ছয়মাসের জন্য স্থগিত চেয়ে আবেদন জানাই। যার পরিপ্রেক্ষিতে আদালত আমাদের আবেদন গ্রহণ করে উপনির্বাচনের ওপর আরও ছয়মাসের স্থগিতাদেশ দেন।’
এর আগে গত ১৬ জানুয়ারি ডিএনসিসি’র নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন নতুন ওয়ার্ড হিসেবে যুক্ত হওয়া ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
রিটে প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার সচিব, উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রকে বিবাদী করা হয়েছে। অন্য রিটটিতে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার সচিব ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিবকে বিবাদী করা হয়।
ওই রিটের শুনানি নিয়ে ডিএনসিসির উপনির্বাচনের ওপর তিন মাসের স্থগিতাদেশের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে গত ৯ জানুয়ারি নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রটি কেন অবৈধ ঘোষণা করা হবেনা, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এরপর ডিএনসিসি’র উপনির্বাচন স্থগিত হয়ে যায় এবং এর কিছুদিন পরেই হাইকোর্টে এর ওপর জারি করা রুলের শুনানি শুরু হয়।