কদমতলীতে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত আহত

বন্দুকযুদ্ধরাজধানীর কদমতলী থানা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ আগস্ট) রাত দেড়টার দিকে কদমতলীর ধলেশ্বর এলাকায় এই ঘটনা ঘটে।  

আহত দুই ডাকাত হলেন, শাহিন (১৮) ও মাসুম (২০)। আটক তিনজন হলেন, হেলাল, লিটন ও সজীব। আহত দুই জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়। পরে তাদের পঙ্গু হাসাপাতাল স্থানান্তর করা হয়। 

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার রাতে ১৫/১৬  ডাকাত একত্রে জড়ো হয়েছে। এমন খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ককটেল ছোড়েন। এমন সময় পুলিশ সদস্যরা নিজেদের আত্মরক্ষার্থে গুলি চালালে দুই ডাকাতের পায়ে গুলি লাগে। বাকিরা পালিয়ে যায়।

তিনি বলেন, গুলিবিদ্ধ দুই ডাকাতসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ১২টি ককটেল, চাপাতি ও সাবল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।