বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ যুবলীগ কর্মীর মৃত্যু

 

বার্ন ইউনিট, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালরাজধানীর খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ রাহাদ সিকদার জনি (৩২) নামের এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

জনির বন্ধু এম আর রেজা জানান, গত ৬ অক্টোবর সকালে খিলক্ষেত আমতলা নিজ বাসার পাশের একটি বাসার দ্বিতীয় তলার ছাদে ওঠে। সেখানে পাশ দিয়ে যাওয়া হাইভোল্টেজের তারের সঙ্গে লেগে বিদুৎপৃষ্ট হয় জনি। পরে পাশের লোকজনের সহযোগিতায় পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করান। সেখানে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

এম আর রেজা আরও বলেন, ‘জনি পেশায় ঠিকাদার ছিলেন। তিনি খিলক্ষেতের ৯৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ছলেন। তার বাবার নাম মৃত শাহ্জাহান।’

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) প্রিয়তোষ বলেন, ‘জনি বিদুৎপৃষ্ট হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বৃহস্পতিবার তার ময়নাতদন্ত করা হবে। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।’