শাহজালালে ৯৮৫ কেজি খাট আটক

এনপিএস বা খাটরাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ৯৮৫ কেজি নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস) বা ‘খাট’ মাদক জব্দ করা হয়েছে। রবিবার (১৮ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সদস্যরা ফরেন পোস্ট অফিস থেকে এসব মাদক জব্দ করেন।

জব্দ করা খাটবিমানবন্দরে এক কর্মকর্তা জানান, ইথিওপিয়া থেকে থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ৫৩টি সন্দেহজনক কার্টন আসে। কার্টনগুলোকে পর্যবেক্ষণে রাখা হয়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের উপস্থিতিতে কার্টনগুলো খোলা হয়। এতে ‘গ্রিন টি’র মতো দেখতে পণ্য দেখা যায়, যা মূলত ইথিওপিয়ান গাঁজা বা খাট। জব্দ কার্টনগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হচ্ছে।

প্রসঙ্গত, এটি শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা খাটের অষ্টম  চালান।