নাইকো দুর্নীতি মামলা: এফবিআই ও কানাডা পুলিশের প্রতিবেদন দাখিল

আদালতবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় এফবিআই ও কানাডা পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকালে অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে এ প্রতিবেদন দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

আব্দুল্লাহ আবু বলেন, ‘আগামী ৯ ডিসেম্বর এ প্রতিবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।’

এর আগে গত ১৪ নভেম্বর ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে অভিযোগ গঠনের আংশিক শুনানি শেষ করে সময় আবেদন করা হয়। ওই দিন আদালতের বিচারক আবেদন মঞ্জুর করে আগামী ৩ জানুয়ারি শুনানির জন্য ধার্য করেন।

ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ জজ-৯ আদালতের বিচারক মাহমুদুল কবিরের আদালতে মামলাটির বিচার চলছে।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক।

মামলায় অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক এমপি এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।