দীপন হত্যা মামলায় আদালতে চার্জশিট উপস্থাপন

দীপন হত্যা মামলাপ্রকাশক ফয়সাল আরেফীন দীপন হত্যা মামলায় নিষিদ্ধ আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত করা মেজর সৈয়দ জিয়াউল হকসহ ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালতে এ অভিযোগপত্র (চার্জশিট) উপস্থপন করা হয়। পরে বিচারক দেখিলাম মর্মে স্বাক্ষর করেন।

এরপর মামলাটি পরবর্তী কার্যক্রমের জন্য সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে বদলি করা হতে পারে বলেন জানান আদালত। এর আগে গত ১৫ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফজলুর রহমান এ চার্জশিট দাখিল করেন।

অভিযোগপত্রে (চার্জশিট) আসামিরা হলেন, আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার প্রধান ও বরখাস্তকৃত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুর সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে স্বাদ, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার, শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের ও আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ।

এ আসামিদের মধ্যে জিয়াউল হক ও আকরাম হোসেন পলাতক। গ্রেফতার অভিযুক্তদের মধ্যে ছয় জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

চার্জশিটে তদন্তকারী কর্মকর্তা ১১ আসামিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন। এরা হলেন- আরাফাত রহমান, সেলিম ওরফে হাদী, আলম, আকাশ, তৈয়ব, জনি, আসাদ, হাসান, তালহা, শরিফুল ও তারেক। এদের মধ্যে প্রথমজনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় এবং অপর আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা না পাওয়ায় তাদের অব্যাহতির আবেদন করা হয়েছে।

২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় খুন হন জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন। ওইদিনই দীপনের স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় হত্যা মামলা করেন।