নিউ জিল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনায় আইনমন্ত্রীর নিন্দা

অ্যাডভোকেট আনিসুল হকনিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে চালানো সন্ত্রাসী হামলায় ৪৯ জনের মৃত্যুতে তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (১৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশের পাশাপাশি নিহতদের আত্মার শান্তি কামনা করেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, শুক্রবার নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলা হয়। শহরের হাগলি পার্কমুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদ এবং লিনউডের আরেকটি মসজিদের কাছ থেকে গুলির শব্দ শোনা যায়। হামলার পর পুলিশের তরফ থেকে বেশ কয়েক জন হতাহতের খবর জানানো হলেও সংখ্যা নিশ্চিত করেনি তারা। পরে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী ৪০ জন নিহত হওয়ার খবর জানান। পরে আরেক সংবাদ সম্মেলনে নিহতের সংখ্যা ৪৯ জনে পৌঁছানোর কথা জানান দেশটির পুলিশ কমিশনার মাইক বুশ। তিনি জানান আল নুর মসজিদেই নিহত হয়েছে ৪১ জন। আর বাকিরা লিনউডের মসজিদে হামলায় নিহত হন।