প্রাণের এমডির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা





pran20190131154209



নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে দায়ের করা মামলায় প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহসান খান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। নিরাপদ খাদ্য অধিদফতেরর দায়ের করা মামলায় রবিবার (২৩ জুন) দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী পাভেল সুইট এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ প্রসঙ্গে মামলার বাদী খাদ্য পরিদর্শক মো. কামরুল ইসলাম জানান, প্রাণ গ্রুপের এমডি শুনানিতে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তার আইনজীবীরা জানিয়েছেন তিনি অসুস্থতার কারণে আদালতে আসতে পারেননি। কিন্তু আদালত বিষয়টি আমলে নেননি।
এর আগে হাইকোর্ট থেকে ৫২টি নিম্নমানের পণ্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা পাওয়ার পরও নিম্নমানের পণ্য বাজার থেকে অপসারণ না করায় গত ২২ মে প্রাণ কোম্পানির বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়।

গত ১৮ জুন আরও ২১টি মানহীন পণ্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসব পণ্যসহ মোট ৭৩টি পণ্যের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি কার্যক্রম আদালতে চলমান রয়েছে বলেও বাদী জানান।