দুর্নীতির মামলায় নোয়াখালী জেলা জজ আদালতের নাজির গ্রেফতার

দুদকনোয়াখালী জেলা জজ আদালতের নাজির মো. আলমগীরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৫ আগস্ট) নোয়াখালী সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তাকে।

দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, মো. আলমগীরকে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় গ্রেফতার করা হয়েছে।
দুদক জানায়, ১৯৯৭ সালের ১ জানুয়ারি চাকরিতে যোগ দেন আলমগীর।

তার বিরুদ্ধে অভিযোগ, আইন মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এবং সাবেক জেলা ও দায়রা জজের নাম ভাঙিয়ে ২০০৭ সালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৬০ কর্মচারীর কাছ থেকে জনপ্রতি ১০-১২ লাখ টাকা ঘুষ নিয়ে নিয়োগ বাণিজ্য করেছেন।