হাক্কানী পাবলিশার্সের অস্বীকার, নথি বাংলা ট্রিবিউনের হাতে

হাক্কানীগত ৩০ আগস্ট বাংলা ট্রিবিউন-এ ‘সাড়ে ৫ হাজার টাকা দামের একটি বই স্বাস্থ্য অধিদফতর কিনেছে ৮৫,৫০০ টাকায়!  শিরোনামে  প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাঠিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান হাক্কানী পাবলিশার্স। শনিবার (৭ সেপ্টেম্বর) পাঠানো প্রতিবাদলিপিতে প্রকাশিত প্রতিবেদনের তথ্যকে ভুল দাবি করে কার্যাদেশ পাওয়া ও বই সরবরাহের বিষয়টি অস্বীকার করে প্রতিষ্ঠানটি।

হাক্কানী পাবলিশার্সের প্রতিবাদলিপিতে দাবি করা হয়েছে, ‘‘প্রকাশিত প্রতিবেদনে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিক্যালের জন্য স্বাস্থ্য অধিদফতর কর্তৃক দুটি টেন্ডারে ৪৭৯টি আইটেমের ৭৯৫০টি বই কেনার তথ্য মিথ্যা ও বানোয়াট। মূলত, ই-টেন্ডার হলেও হাক্কানী পাবলিশার্স পত্রিকায় আলোচিত বইগুলো সরবরাহের কোনও কার্যাদেশ পায়নি। বইও সরবরাহ করেনি।’’

প্রতিবাদের অন্য অংশে বলা হয়েছে, ‘রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজের জন্য ৩১৭টি আইটেমের ২,৪৫৪টি বই ২ কোটি ৫০ লাখ ৯১ হাজার ২৮৫ টাকায় কেনা হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হাক্কানী পাবলিশার্স বাংলা ট্রিবিউনে উল্লিখিত বইগুলো সরবরাহের কোনও কার্যাদেশ পায়নি, বইও সরবরাহ করেনি।’

প্রতিবেদকের বক্তব্য

হাক্কানী পাবলিশার্স থেকে পাঠানো প্রতিবাদের দ্বিতীয় অনুচ্ছেদে বাংলা ট্রিবিউন-এ প্রকাশিত প্রতিবেদনের তথ্যকে ভুল উল্লেখ করে বলা হয়েছে, ‘শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের জন্য স্বাস্থ্য অধিদফতর দুটি টেন্ডারে ৪৭৯টি আইটেমের ৭,৯৫০টি বই কেনা হয়েছে।’ কিন্তু বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে এ ধরনের কোনও তথ্য প্রকাশিত হয়নি।

প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজের জন্য ৩১৭টি আইটেমের ২,৪৫৪টি বই ২ কোটি ৫০ লাখ ৯১ হাজার ২৮৫ টাকায় কেনা হয়েছে। এছাড়া, সারাদেশের বিভিন্ন মেডিক্যাল কলেজের জন্য ১৬২টি আইটেমের ৫,৪৯৬টি বই কেনা হয়েছে ৪ কোটি ৩৮ লাখ ৪২ হাজার ৯৫৮ টাকায়।’

ই-প্রকিউরমেন্ট বিভাগের তথ্য অনুযায়ী, ৫ কোটি টাকা প্রাক্কলিত মূল্য ধরে ১৬২টি আইটেমের ৫,৪৯৬টি বই কেনার জন্য টেন্ডার নোটিশ করা হয় ২৬ মে।  কার্যাদেশ দেওয়া হয় ১৯ জুন। চুক্তি হয় ২৩ জুন। মোট তিনটি দরপত্র বিক্রি ও জমা হয়। পরবর্তী সময়ে তিনটি দরদাতা প্রতিষ্ঠানের মধ্যে হাক্কানী পাবলিশার্সকে  ৪ কোটি ৩৮ লাখ ৪২ হাজার ৯৫৮ টাকায় কার্যাদেশ দেওয়া হয়।

একইভাবে ২ কোটি ৫১ লাখ টাকা প্রাক্কলিত মূল্য ধরে ৩১৭টি আইটেমের ২৪৫৪টি বই কেনার জন্য টেন্ডার নোটিশ করা হয় ২৭ মে। কার্যাদেশ দেওয়া হয় ১৯ জুন। চুক্তি স্বাক্ষর করা হয় ২৩ জুন। মোট চারটি দরপত্র বিক্রি ও জমা হয়। এরমধ্যে কার্যাদেশ পায় হাক্কানী পাবলিশার্স। দ্বিতীয় টেন্ডারটির চুক্তিমূল্য ছিল ২ কোটি ৫০ লাখ ৯১ হাজার ২৮৫ টাকা।

স্বাস্থ্য অধিদফতরের পক্ষে এসব বই কেনার দায়িত্বে ছিলেন উপ-পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. শেখ মো. মনজুর রহমান, শিক্ষা চিকিৎসা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন বিভাগের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহাম্মদ শামীম আল মামুন। গত ২৯ আগস্ট এই তিন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘বই কেনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।’  

বই কেনার জন্য হাক্কানী পাবলিশার্স যে দুটি কার্যাদেশ পেয়েছে, সে দুটির বিস্তারিত তথ্য বাংলা ট্রিবিউনের কাছে রয়েছে।