সুস্থ আছে হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক ‘সারা’

নবজাতক সারাজন্মের একদিন পর বাবা-মা পালিয়ে গেছেন। এখন হাসপাতালেই রয়েছে কন্যা নবজাতকটি। ইতোমধ্যে চিকিৎসকরা তার নাম দিয়েছেন ‘সারা’। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ  (ঢামেক) হাসপাতালে তার জন্ম হয়।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাছির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নবজাতক সুস্থ রয়েছে। তাকে নবজাতক বিভাগে রাখা হয়েছে। আজিমপুরের ছোটমনি নিবাসে দেওয়ার জন্য সব কাগজপত্র পাঠিয়েছি।’

শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে ডা. নাছির উদ্দিন বলেন, ‘শিশুটি সুস্থ রয়েছে। আমরা তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছি। তার শারীরিক কোনও সমস্যা নেই।’

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে জন্ম হয় এই নবজাতকের। জন্মের পর তার বাবা-মা ঝগড়া করে শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে পালিয়ে যান। খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। হাসপাতালের ভর্তি নিবন্ধন বইতে শিশুটির মায়ের নাম নাহার ও বাবার নাম রাসেল লেখা রয়েছে। তাদের বাসার ঠিকানা দেওয়া হয়েছে ঢাকার মিরপুর। একটি ফোন নম্বর দেওয়া হলেও সেটি ঘটনার পর থেকে বন্ধ। বাবা-মা পালিয়ে যাওয়ার পর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শিশু ওয়ার্ডের একজন চিকিৎসকের আক্ষেপ, ‘পৃথিবীর কোনও সন্তানই বাবা-মা ছাড়া ভালো থাকে না। সন্তান বড় হলেও বাবা-মায়ের প্রয়োজন হয়। কিন্তু, বাস্তবতাও মেনে নিতে হয়। হয়তো সে বুঝে গেছে, তাকে এভাবেই বেড়ে উঠতে হবে।’

শাহবাগ থানার ওসি আবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ফোন নম্বরের সূত্র ধরে তদন্ত করছি। তবে, এখনও আপডেট কিছু পাওয়া যায়নি। নবজাতকের বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’